মাদরাসা শিক্ষার্থীরা স্মার্ট দেশ বিনির্মাণের সারথী : সুজন

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

মাদরাসা শিক্ষার্থীরা স্মার্ট দেশ বিনির্মাণের সারথী বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার দারুল উলুম কামিল মাদরাসা হতে মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।

সুজন বলেন, প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদরাসা শিক্ষা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। মাদরাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে সংযুক্ত করে সরকার। এর পর পরই মাদরাসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন হতে শুরু করে।এরই ধারাবাহিকতায় দারুল উলুম কামিল মাদরাসার শিক্ষার্থীদের ফলাফলেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। মূলত গভর্ণিং বডির নিয়মিত তদারকি, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে ফলাফলের এ পরিবর্তন বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, এখন মাদরাসা শিক্ষার্থীরাও মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে যা এক সময় ছিল কল্পনারও অতীত। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর একাগ্রতা এবং ঐকান্তিক সহযোগিতার কারণে। এতে সাবেক কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং আর্থিক সহযোগিতা দিয়ে পুরস্কৃত করা হয়। মাদরাসা অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসেপ বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারে র‌্যালি
পরবর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি