মাদরাসা শিক্ষার্থীদেরও মেধার পরিচয় দিতে হবে

নোয়াজিশপুরে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াজিশপুর ফতেহনগর অদুদিয়া ফাযিল মাদরাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের প্রতিটি স্কুল কলেজকে উন্নত সব সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে। মাদরাসার মত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহকেও উন্নত অবকাঠামো নির্মাণ করে দিয়ে আধুনিক প্রযুক্তির আওতাভুক্ত করা হয়েছে। আমি দেখতে চাই স্কুল কলেজের সাথে পাল্লা দিয়ে মেধার প্রতিযোগিতায় মাদরাসা শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে।

তিনি গতকাল সোমবার প্রধান অতিথির বক্তব্যে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি এই আহ্বান জানান। বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার। সভাপতিত্ব করেন ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজায় মারমা, সহকারী কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম, সাবেকে ব্যাংকার ফরিদুল আলম, ফরিদুল আলম, নুরুচ্ছাফা চৌধুরী, এস এম হাসান জাবেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, কাউন্সিলর কাজী মো. ইকবাল, বশির উদ্দীন খান, নজরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, অধ্যাপক রফিকুল ইসলাম, আহমদ ছগির, কামরুল আলম চৌধুরী রুমি, সুমন দে, প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুদ্দি। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম শাহাদাত, মোসলেম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফখরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধনগরীতে চেইনটানা গ্রুপের প্রধান শাওনসহ গ্রেপ্তার ৩