মাদরাসায় গিয়ে পরীক্ষা দেওয়া হলোনা শিশু আরিফার

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আজাদী অনলাইন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১২:২৪ অপরাহ্ণ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরিফা জান্নাত (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা ঐ এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের কন্যা। সে স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রিনা আক্তার আঁখি।

ইকবাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার সকালে আরিফা একটি সিএনজি অটোরিকশায় বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় খেয়ারহাট বেড়ীবাঁধ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন শিশু শিক্ষার্থী আরিফা জান্নাত।

খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ শিক্ষার্থী সিএনজি অটোরিকশায় আরবি পরীক্ষা দিতে বাড়ি হতে মাদরাসায় আসছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা জান্নাত নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়।

এ সময় মাদরাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আখি (৭) গুরুতর আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে বান্দরবানে শান্তি চুক্তির ২৬ বর্ষপূর্তি উদযাপন