মাদক সেবনে বাধা দেয়ায় ঘরে আগুন

বাবার মামলায় ছেলে কারাগারে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:১৬ পূর্বাহ্ণ

মাদক সেবনে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে বসতঘর পুড়িয়ে দেয় ছেলে। পরে বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন মিকু বড়ুয়া (২৯) নামে অভিযুক্ত যুবক। রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গত বুধবার সকালে বাবা প্রকাশ বড়ুয়ার মামলায় ওই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বিবরণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকাশ বড়ুয়া পেশায় একজন দিনমজুর। তার ছেলে মিকু দীর্ঘ ১০ বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা যোগাতে তিনি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। গত সোমবার (২৯ জুলাই) বিকেলে বাবা নিরুপায় হয়ে ছেলেকে মাদক সেবন বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পরদিন বিকেলে দিয়াশলাই দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়। আগুনে কাঁচা বসতঘরের দুটি কক্ষ ও একটি বারান্দাসহ আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মামলার বাদী প্রকাশ বড়ুয়া বলেন, মাদকাসক্ত হওয়ার পর আমার ছেলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। নিরুপায় হয়ে অনেকটা বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে মামলাটি করতে হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্ম মৎস্য চাষে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার শয্যাপাশে এমপি মোতালেব