মাদক রাখার দায়ে চুয়েটের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক রাখার দায়ে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা কমিটি। এই দুই শিক্ষার্থীকে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এই ঘটনার পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার শৃঙ্খলা কমিটির ২৭০তম জরুরি সভায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা যায়, গত বুধবার রাতে শহর থেকে চুয়েটের উদ্দেশে ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী বুড়িগঙ্গা বাসে দুই শিক্ষার্থীর পকেটে মাদক পাওয়া যায়।

চুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট২০১৬ মোতাবেক মাদক বহন ও সেবন শাস্তিযোগ্য অপরাধ। এই নীতিমালার আওতায় দুজনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ জাহাজে হুতি হামলা, আছেন এক বাংলাদেশি নাবিক
পরবর্তী নিবন্ধসংঘর্ষ মিয়ানমারে, গুলি এসে পড়ল টেকনাফে