সদরঘাট থানার একটি মাদক মামলায় জহিরুল ইসলাম নামের একজনকে ৫ বছরের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সাজা দেওয়া হয়। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত জহিরুল সীতাকুণ্ডের শেখেরহাট পশ্চিম বাঁকখালীর মৃত মালিউল হকের ছেলে।
পুরো বিচার প্রক্রিয়ায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ২০১৫ সালের ২৫ জুলাই সদরঘাট থানার ইউসিবিএল ব্যাংকের সামনে ৬০০ পিস ইয়াবাসহ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক আবুল হোসাইন বাদী হয়ে সদরঘাট থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক তা আমলে নিয়ে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।