মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার সিবিচ রোড এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় মো. জালাল মিয়া নামের এক যুবককে ১৪ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মো. জালাল মিয়া ঢাকা জেলার ডেমরা থানা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

এ সময় মো. জালাল মিয়া কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. ফরিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতসূত্র জানায়, ২০১৭ সালের ১৪ আগস্ট মো. জালাল মিয়াকে সীবীচ এলাকা থেকে আটক করে র‌্যাব৭। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন র‌্যাব৭ এর ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি করেন। একই বছরের ৯ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর চার্জগঠন করে মো. জালাল মিয়ার বিরুদ্ধে বিচার শুরুর করেন বিচারক।