মাদক মামলায় তিনজনের দশ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

 

 

নগরীর ডবলমুরিং থানার একটি মাদক মামলায় তিনজনকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরপার্বতী এলাকার আবু নাসেরের ছেলে মো. কামরুল হায়দার সৈকত, চট্টগ্রামের হাটহাজারী থানার নূরালী বাড়ির মো. শামসুল আলমের ছেলে মো. সালেহ উসমান রাসেল ও রাঙ্গুনিয়া থানার ঘাটচেক এলাকার মহরম মিয়ার ছেলে কামরুল হক সোহেল। গতকাল চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নোমান চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহাতীতভাবে আনীত অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের এ কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের টিএসএস কমপ্লেঙ এলাকা থেকে ১৭ হাজার ৬৫২ পিস ইয়াবাসহ কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব৭ এর ডিএডি মো. হারুন অর রশিদ বাদী হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত কার্যক্রম শেষ করে তিনজনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করেন। তারও পরে দাখিল হওয়া চার্জশিট আমলে নিয়ে চার্জগঠন করে বিচার শুরু করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধদেশে কোনো শিশুই যেন অভিভাবকহীন না থাকে
পরবর্তী নিবন্ধবিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে সরকার