মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে এক লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকার মো. ইসমাইল ও মো. রিদওয়ান। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৩ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল ও মো. রিদওয়ানকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে পরের বছরের ৩১ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে একই বছরের ৩০ জুন তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে কাটা হচ্ছে পাহাড় আর ফসলি জমির মাটি
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা লাইব্রেরি থেকে চুরির টাকাসহ চোর গ্রেপ্তার