মাদক পাচার দমনে কঠোর অভিযান চালানো হবে

টেকনাফে কক্সবাজার পুলিশ সুপার

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১১:১৩ পূর্বাহ্ণ

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-স্লোাগানে টেকনাফে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার টেকনাফ মডেল থানার উদ্যোগে মেরিন সিটি কমপ্লেক্সে পৌরসভা বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জান। থানার ওসি হাফিজুর রহমানের সভাপতিত্বে পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় পুলিশ সুপার বলেন, পুলিশ হবে জনগণের প্রথম ভরসাস্থল। তাই সবাইকে আন্তরিকতার সাথে আইনের ভেতরে থেকে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) শাকিল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় এতে নুর হোসেন চেয়ারম্যান, কাউন্সিলর কোহিনুর আক্তার, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন, অপারেশন অফিসার খোরশেদ আলম, জহির আহমেদ, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, শাহীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা