মাদক নিজেদের মধ্যে বিভেদ ও নামাজ থেকে দূরে রাখে

তাফসিরুল কোরআন মাহফিলে ডা. মিনহাজ

| রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক ডা...ম মিনহাজুর রহমান বলেছেন, একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সে পরিবার থেকে শান্তি চলে যায়। মাদকাসক্ত তরুন ও যুবকরা নানা ধরনের অসামাজিক কাজে জড়িত হয়ে পরে। মাদকাসক্তির ফলে আমাদের জনশক্তি ক্রমেই দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে। ফলে তাদের মেধা ভালো কোন কাজে আসছে না। এর সঙ্গে অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের। এর বিরূপ প্রভাব পড়ছে গোটা সমাজ ও রাষ্ট্রে। মাদক নিজেদের মধ্যে বিভেদ ও নামাজ থেকে দূরে রাখে। সমাজকে আলোকিত করতে মাদককে না বলতে হবে। এ জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি ধর্মীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। তিনি গত শুক্রবার সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সামিয়ারপাড়া চরকা সমিতির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজসেবক আলহাজ মোস্তাফিজুর রহমান সওদাগরের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের, পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাস্টার খোরশেদ আলম। এছাড়া মাহফিলে ‘সমাজ সংস্কারে ইসলামের দৃষ্টিতে যুব সমাজের ভূমিকা’ নিয়ে মাওলানা আব্দুল জব্বার আল মামুন, ‘কুরআন সুন্নাহর দৃষ্টিতে শিরক ও বিদআত ও প্রচলিত যৌতুক কী’ নিয়ে ড. মোহাম্মদ নেজাম উদ্দিন, ‘কুরআন সুন্নাহর আলোকে পারস্পরিক প্রতিবেশীর হক’ নিয়ে মাওলানা মুহসিন বিন রফিক এবং মুমিনদের জন্য জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করেন মাওলানা মো. রুকন উদ্দিন ফরিদী। মাহফিল সঞ্চালনা করেন কবির মোহাম্মদ হেলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহেল্‌থ এসিসট্যান্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে কটেজ জোনে অভিযান, ২৫ নারী-পুরুষ আটক