চকবাজার এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজ মোড়ে গতকাল শুক্রবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন শেখ বাহারুল্লাহ মসজিদ কমিটির সভাপতি এবং দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটির সভাপতি মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ। প্রধান বক্তা ছিলেন বহদ্দারহাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা নুরুল আলম শিপু। উপস্থিত ছিলেন কাপাসগোলা মহল্লা কমিটির উপদেষ্টা জাহেদুল আলম বাচ্চু, কাপাসগোলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর, আকাশ তারা সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকী, মো. ইউসুপ, মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, মো. সাইফু, আরমান সেকান্দর বাপ্পি, ইলিয়াস জিকু, ইমরান লিটন, নুর সেকান্দর টিটু, মো. কামাল, মো. আলম, জাহেদ, ফারুক, শহিদ, সিনবাদ, মুন্না, আলী হায়দার রানা, জয়নাল, জাকির হোসেন, সোহেল, মারুফ রুবেল, তানজিলুল মানিক, ফরহাদুল ইসলাম তারেক, ফাহিম, রহিত, আকবরসহ চকবাজার এলাকার সর্বস্তরের জন–সাধারণ।
চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম বলেন, ‘কোন নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং আইনী ব্যবস্থা নেয়া হবে। দলে কোন দুষ্কৃতিকারীদের ঠাঁই দেওয়া হবে না! প্রধান বক্তা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ মতো সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, সামাজিক কর্মকাণ্ড দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।