মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করছে র্যাব। গতকাল মঙ্গলবার র্যাব-৭ কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সাথে সৌজন্য বৈঠকে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। তিনি বলেন, র্যাবের কার্যকর পদক্ষেপের সুফল মাঠ পর্যায়ে প্রভাব ফেলেছে। আগামীতেও র্যাব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চসিকের নেয়া কার্যক্রম তুলে ধরে সুজন বলেন, ইতোমধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চসিক ওয়ার্ডে ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন, লিফলেট বিতরণ ও সভা সমাবেশ করেছে। নগরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি বিভিন্ন সেবা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করে কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। তাই এসব বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে চসিকের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। বৈঠকে র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।