মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের উঠান বৈঠক

| সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৫টায় কোতোয়ালী থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসফাক আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন। প্রধান বক্তা ছিলেন আবুল মনসুর, বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার পাথরঘাটা বিট-১১ এর ইনচার্জ সুকান্ত চৌধুরী ও মোসলেম মিয়া। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পুলক খাস্তগীর, নন্দিতা দাশ গুপ্তা, আবদুর রশীদ, সাংবাদিক এম. হায়দার আলী, আমিনুর রহমান, শফিউল্লা, মাইনুদ্দিন, আসিফ, ইমরান, জামাল উদ্দীন, মো. জাহেদ, লিটন, মাহবুব, আরমান, মইনুল আলমনিজাম, রাশেদ, ইমন, তুহিন, অমিত তালুকদার ও রুবেল মহুরী প্রমূখ। সাগর দেবনাথের সঞ্চালনায় বৈঠকে ওসি মহসীন বলেন, সন্ধ্যার পর কিশোর ও তরুণ যুবকরা ঘরের বাহিরে সড়কে বা অলি গলিতে আড্ডা দিলে সিএমপির অধ্যাদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পারবে পুলিশ। কিশোর গ্যাং, জঙ্গিবাদ ও মাদক নিমূলে পাথরঘাটা এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সমাজের সবাইকে নিয়ে কমিটি গঠন করে নিরাপদ এলাকা গড়ে তোলা আপনাদেরই নৈতিক দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধইংরেজি উচ্চারণরীতি নিয়ে ই-কর্মশালা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শেখ রাসেল স্মৃতি সংসদের দোয়া মাহফিল