মাদক, ইভ টিজারের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকতে হবে

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১২:১৮ অপরাহ্ণ

রাউজান উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজানে কোনো মাদক গ্রহীতা, বিক্রেতা থাকতে পারবে না। এই শ্রেণির লোক যেখানে পাওয়া যাবে সেখান থেকে ধরে শায়েস্তা করতে হবে। একইভাবে যারা পথেঘাটে দাঁড়িয়ে ইভটিজিং করে তাদেরও শায়েস্তা করতে হবে। তুলে দিতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, এসি ল্যাণ্ড অতিশ দর্শী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। এবিএম ফজলে করিম চৌধুরী প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভোবনী উদ্যোগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষের ভাব, বিস্ময় ও কল্পনার অপরূপ মিশ্রণে কবিতার সৃষ্টি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দুর্নীতির বিষয়ে সজাগ থাকতে হবে