মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক পরিদর্শনে মাদক নিরাময় কেন্দ্র মনিটরিং কমিটি

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আইন শৃঙ্খলা কমিটি ও বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র মনিটরিং কমিটি গতকাল বৃহস্পতিবার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র আর্ক পরিদর্শন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের আওতাধীন গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উভয় কমিটির সদস্যবৃন্দরা আর্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্র্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির, সহকারি পরিচালক রামেশ্বর দাশ, কমিটির সদস্য রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হান্নান আলম, সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ডা. মো. নওশাদ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে সহকারি পরিচালক নাজমুন নাহার, দৈনিক প্রতিদিনের চট্টগ্রামের ব্যুরো চিফ মুহাম্মদ সেলিম, আর্কের চিকিৎসক নাজিয়া খুরশিদ, সাইকোলজিস্ট ফাহিমা পারভিন, রকিবুল আজম, জাকির হোসেন, দিদারুল আলম, এড. পারভেজ আহমেদ খান প্রমুখ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ আর্কের চিকিৎসার ধরণ সম্পর্কে অবগত হন। তাঁদের প্রত্যেকে চিকিৎসাধীন রোগীদের মাদক গ্রহণের ইতিহাস, চিকিৎসার সুবিধাঅসুবিধা ইত্যাদি সম্পর্কে খবরাখবর নেন এবং নানা পরামর্শের পাশাপাশি ভবিষ্যতে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরনি ও তিথির পালিয়ে বিয়ের গল্প!