‘মাদকাসক্তদের প্রতি ঘৃণা নয়, চাই ভালোবাসা ও সঠিক চিকিৎসা’, স্লোগানকে সামনে রেখে কাজ করা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আলো কার্যালয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে আলো থেকে ২০০৩ সালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া প্রায় সকলেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক কাজী রাশেদুজ্জামান। এতে বক্তারা বলেন, আলো থেকে ২০০৩ সালে যারা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন তাদের সকলেই আজ সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত। গত ১৭ বছর ধরে তারা মাদক থেকে দূরে রয়েছেন এবং মাদকমুক্ত জীবনের জয়গান সমাজে ছড়িয়ে দিচ্ছেন। মিলনমেলায় আলোর পরিচালকবৃন্দ, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী এবং রিকভারিবৃন্দ অংশ নেন। মিলনমেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।