মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক

এটিডব্লিও স্পোর্টস এরিনার উদ্বোধন

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, যুব ও তরুণ সমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। সমাজে নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে। তাই তাদেরকে ওই বিপথগামী পথ থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নগরীর লেকভেলী হাউজিং সোসাইটিতে এটিডব্লিও স্পোর্টস এরিনার উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। গতকাল শনিবার রাতে অর্কিড ল্যান্ডমার্ক হোটেলের পরিচালক মোহাম্মদ তায়েব রুবেলের উদ্যোগে এ স্পোর্টস গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ওহেদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, স্বাধীন ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ শারাফাত আলী রিচার্ড, বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, নাগরিক টিভির ব্যুরো প্রধান একে আজাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম কলেজ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চন্দনাইশ পৌরসভা চ্যাম্পিয়ন