মাদকবিরোধী ফুটবল ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটির জয়

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

খেলাধুলাই তারুণ্যের বল, মাদক ছেড়ে চল’শ্লোগানকে সামনে রেখে গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম (উত্তর) কার্যালয়ের উদ্যোগে সকালে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মাঠে সাউদার্ন ইউনিভার্সিটি বনাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মধ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, বিজনেস ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. ইশরাত জাহান এবং রেজিস্ট্রার এ.এফ.এম মোদাচ্ছের আলী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন এবং রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের সহকারী রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কোকারিকুলার এক্টিভিটিজ কমিটির আহবায়ক জমির উদ্দিন, সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ চৌধুরীসহ দুই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, দর্শক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ুুন কবির খন্দকার। মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতায় ৩১ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রানার আপ হয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের অধিনায়ক ফাহিম উদ্দিন সোহেল। উল্লেখ্য সভা, সেমিনারের পাশাপাশি তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি মাসেই মাদকবিরোধী বিশেষ কিছু আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়।

পূর্ববর্তী নিবন্ধচুক্তি নবায়ন দুই ফুটবল কোচ কাবরেরা-বাটলারের
পরবর্তী নিবন্ধছেলের সামনে ভালো খেলতে পেরে খুশি তামিম