হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার এ সময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা, মেট্রো উত্তরের উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার, মেট্রো দক্ষিণের উপ পরিচালক রাজিব মিনা। সাথে আরও উপস্থিত ছিলেন গোয়েন্দা শাখার উপ পরিচালক শামীম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোরশেদ আলম সিপন, পরিচালক এমরান হোসেন রানা ও কেন্দ্রের উপদেষ্টা সাজ্জাদ হোসেন সাজুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালে অতিথিবৃন্দ কেন্দ্রের রোগীদের সাথে মতবিনিময় করেন এবং মাদকমুক্ত থাকার জন্য সবাইকে উৎসাহিত করেন। পরিদর্শন শেষে অতিথিরা কেন্দ্রের ভৌত ও অবকাঠামোগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।