দেশের বর্তমান অবস্থা তুলে ধরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষের মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। গতকাল শনিবার দুপুরে ঢাকার সিরাডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, (বিগত সরকারের সময়) আইনের ব্যত্যয় তো হয়েছেই, সেই সঙ্গে প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকার চায়, দ্রুত একটা রাজনৈতিক সরকার এসে দিক নির্দেশনা দিক। তিনি বলেন, ব্যাংক খাতের ৮০ শতাংশ অর্থ নিয়ে গেছে, যা পুনর্গঠনের জন্য ৩৫ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে আইএমএফ। দেশে এখন ভালো কোনো প্রতিষ্ঠান নেই। সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সালেহউদ্দিন বলেন, সুশাসন আনা অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য তাদের ক্ষমতার ভারসাম্য নেই, এখানে সংস্কার না হলে, যত সংস্কারই করা হোক কোনো লাভ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার, এই মন্তব্য করেন তিনি বলেন, রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয় এটা সকলকে বুঝতে হবে। খবর বিডিনিউজের।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয় নাই। স্বৈরাচার পতনের পরে দেশে দুর্নীতির পরিমাণ বেড়েছে। গতকাল একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। তিনি বলছিলেন, আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা, এখন দিতে হয় পাঁচ লাখ টাকা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান হয়। হোসেন জিল্লুর রহমান ছাড়াও সেখানে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষক আলতাফ পারভেজ।