মাতৃসুখ

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দেখলে তোর ওই হাসিমাখা মুখ

মনের ভেতর নেচে ওঠে

এক পৃথিবী সুখ।

সইতে পারি, ভুলতে পারি

হাজার হাজার দুখ,

দেখলে পরে তোর

ওই সোনারবরণ মুখ।

সব পাখিরা গেয়ে ওঠে,

বনে বনে ফুল ফোটে

শিমুল পলাশ হয় যে রাঙা

তিতলী সুখে মেলে ডানা

ফাগুন সাজায় বরণ ডালা

হাজার তারা গাঁথে মালা

হাসিস যখন তুই।

তোর হাসিতেই সুখে যেন

বিশ্ব থাকে নুই।

পূর্ববর্তী নিবন্ধমানুষ হয়ে জন্ম নেওয়া
পরবর্তী নিবন্ধপ্রিয় শরৎ কাল