মাতৃছায়া ফুটবল টুর্নামেন্টে নব জাগরণ সংঘ চ্যাম্পিয়ন

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

মাতৃছায়া একতা সংঘ আয়োজিত মরহুম আবুল বশর স্মৃতি দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ১৭ মার্চ শুক্রবার রাত সাড়ে আটটার উদয়ন গলি বালির মাঠে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সদস্য জাকির হোসেন ও পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. আরমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাবেক সমন্বয়কারী হারুন অর রশিদ, মুক্তকণ্ঠ গ্রীনের সহ সভাপতি শেখ আহসান হাবীব রিপন, মাহাবুবুল আলম, মোহাম্মদ জাহেদুর রহমান, মোহাম্মদ নাসির, আব্দুল আজিজ ও মো. রুবেল। ফাইনাল খেলায় মাদার বাড়ী নব জাগরণ সংঘ ২০ গোলে মরহুম আব্দুল কাশেম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে শিহাব ও বিশাল গোল করে। ফাইনালের সেরা খেলোয়াড় বিজয়ী দলের শিহাব,সেরা গোলদাতা অমিত, সেরা গোলরক্ষক সঞ্জয়, রেফারি সাইদ সহ বিজয়ী ও বিজিতের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।