মাতাল হাওয়া ছুঁয়ে যায় তনুমনে

পিংকী চৌধুরী তুলি | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। প্রকৃতির দক্ষিণ দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। শীতের আড়ষ্টতা ভেঙে জেগেছে প্রকৃতি….দখিনা বাতাসে ভাসছে পাখিদের গান। সব কিছুই জানান দিচ্ছে ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়– ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত’।

এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত আজ সমাগত। কোকিলের কুহুতান শোনা যাচ্ছিল কয়েক দিন আগ থেকেই। শুকনো পাতা ঝরে জন্ম নিয়েছে নতুন কচি পাতার। আজ সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জবীথিকা আর পাহাড়ে অরণ্যে বসন্ত এসেছে নবযৌবনের ডাক দিয়ে। ছড়িয়ে দিয়েছে রঙের খেলা। সোনালি রোদের ছোঁয়ায় পলাশগুলো আজ জেগে উঠবে। মৌমাছিদের গুঞ্জরণ, মাতাল হাওয়া ছুঁয়ে যাবে তনুমন। বাসন্তী রঙের গাঁদা ফুলের রঙেই আজ সাজবে তরুণতরুণীরা। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুনবসন্ত উৎসব’ হিসেবে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধু তোমায় মনে পড়ে
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে