মাতারবাড়িতে হবে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র ও প্রসেসিং প্লান্ট

প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিনিধি দল

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসিফ) উদ্যোগে মহেশখালীর মাতারবাড়িতে স্থাপিত হতে যাচ্ছে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র ও ফিশ প্রসেসিং প্লান্ট। প্রস্তাবিত প্রকল্পের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বিএফডিসিফর চেয়ারম্যান ফারাহ শাম্মী।

গত বৃহস্পতিবার তিনি প্রস্তাবিত স্থানের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রকল্পের সম্ভাব্যতা, চ্যালেঞ্জ এবং সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে স্থানীয় কমিউনিটির অংশীজনের সাথে আলোচনা করেন।

চেয়ারম্যান ফারাহ শাম্মী বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো গড়ে তোলা জরুরি। এ কেন্দ্র স্থাপিত হলে স্থানীয় জেলেদের আয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে মাছ রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ, জনপ্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ ঘণ্টা পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআমনের ডগায় নবান্নের স্বপ্ন