মাতামুহুরী নদীতে মৃত নবজাতকের ক্ষত বিক্ষত লাশ

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মাত্র দুই বা তিন দিন হবে নবজাতকটির বয়স। জন্মের পরপর তাকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয় মাতামুহুরী নদীতে। সেই লাশ ভাসতে ভাসতে বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া পয়েন্টে গিয়ে ভিড়ে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। পরে বদরখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, জন্মের পরপর স্বজনরা শিশুটিকে নদীতে ফেলে গিয়েছে। উদ্ধারের সময় দেখা যায়, শিশুটির শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত। চকরিয়া থানার ওসি শাকের মো. যুবায়ের দৈনিক আজাদীকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকরির চেয়ে উদ্যোক্তায় বেশি উন্নয়ন
পরবর্তী নিবন্ধপুরাতন ব্রিজঘাটে জাটকা ভর্তি ফিশিং ট্রলার আটক