বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ঢাকার মিরপুর ইউসিবি চত্বরের আবু হান্নান সরকারের ছেলে।
জানা যায়, মো. সোহান ও মো. শাকিল নামে দুই বন্ধু ঢাকা থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে বেড়াতে যায়। দুপুরে তারা ২ জন রিসোর্টের পাশে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে সোহান ডুবে নিখোঁজ হয়। অপরজন সাঁতরে উপরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
রিসোর্টের পরিচালক মো. আজিম বলেন, অগ্রিম বুকিং ছাড়াই নিখোঁজ সোহান এবং তার সহপাঠী শাকিল বৃহস্পতিবার সকালে রিসোর্টে আসেন। পরে রিসোর্টে বুকিং দিয়ে ঝরনা দেখে ফিরে এসে দুপুরে মাতামুহুরি নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে যান। বিষয়টি লামা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের লামা স্টেশন অফিসার মো. আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে নিখোঁজ পর্যটককে উদ্ধারে উদ্ধার তৎপরতা চালানো হয়। ২ ঘণ্টা ধরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন উদ্ধারের জন্য চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো নিখোঁজের কোনো খোঁজ পাওয়া যায়নি।