মাতামুহুরী নদীতে ড্রেজারসহ ৮টি মেশিন ও পাইপ ধ্বংস

অবৈধভাবে বালু উত্তোলন

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বালু মহাল, মাটি ব্যবস্থাপনা আইন ও পরিবেশ আইন লঙ্ঘন করে মাতামুহুরী নদী থেকে ড্রেজার ও শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ৩টি ড্রেজার মেশিন, ৫টি শ্যালোমেশিন ও পাইপ ধ্বংস করা হয়। গতকাল বুধবার দুপুর থেকে টানা তিন ঘন্টা মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। জানা গেছে, উপজেলার মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাটাখালী ব্রীজের খোন্দকার পাড়া থেকে রামপুর ইউপি পরিষদ সংলগ্ন রেল ব্রীজ পর্যন্ত মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে নদীতে ভাসমান বড় বেইজের ড্রেজার মেশিন ও শ্যালোমেশিন মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল বেশকজন অসাধু বালু ব্যবসায়ী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনযজ্ঞের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসততা ও ন্যায়পরায়ণতা প্রকৃত মুসলমানের আদর্শ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৪ দিনের কোয়ান্টাম মেথড কোর্স শুরু কাল