মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. জুয়েল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে মাতামুহুরী নদীর মানিকপুরের ইয়াংছা খালের মোহনায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল চট্টগ্রামের মুরাদপুর এলাকার আবদুল মান্নানের পুত্র। তিনি প্রকৌশলী ছিলেন বলে জানা গেছে।
সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম জানান, জুয়েলের শ্বশুরবাড়ি লামায়। তিনি দুই বন্ধুকে নিয়ে বেড়াতে এসেছিলেন। গতকাল দুপুরে নদী দেখতে বের হন। বেড়ানোর একপর্যায়ে তিন বন্ধু নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনজনই নদীর চোরাবালিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন জুয়েল। প্রায় একঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নদীতে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল লামা থানার অধীনে। লামা থানা বিষয়টি দেখছে।








