মাতামুহুরীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে জাল ফেলে মাছ ধরতে নেমে নিখোঁজ থাকার চার ঘণ্টা পর ভেসে উঠেছে এক যুবকের মরদেহ। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে নদীর চকরিয়ার কোনাখালী ইউনিয়নের কন্যারকুম পয়েন্টে মাছ ধরতে নামেন ওই যুবক। এরপর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে পড়েন তিনি। মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ লিটন (২৮)। তিনি কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী পূর্বপাড়ার মো. রফিকের পুত্র।

স্থানীয়রা জানান, নদীতে সকালে জাল ফেলে মাছ ধরতে নামেন ওই যুবক। কিন্তু জালটি নদীর তলদেশে আটকে পড়ায় সেটি উদ্ধারে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়ে পড়েন লিটন। এর পর স্থানীয় জেলেসহ লোকজন চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা হলেও নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসে খবর পৌঁছানো হয়। তারাও সন্ধান পাচ্ছিল না। ঠিক দুইটার দিকে নিখোঁজ লিটনের লাশ নদীতে ভেসে ওঠে। এরপর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া নিত্যানন্দ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধএটা ক্ষমতার আন্দোলন নয় জনগণের মুক্তির আন্দোলন