মাঠে গড়াল চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়নদের বিধ্বস্ত করে শুরু নবাগত কিষোয়ানের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার লিগের প্রথম দিনেই দুই চ্যাম্পিয়নের লড়াই। যেখানে এক দল প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন আর অপর দলটি প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছে প্রিমিয়ারে। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে প্রিমিয়ার চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘকে বিধ্বস্ত করে প্রিমিয়ারে যাত্রা শুরু করল নবাগত কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের প্রথম ম্যাচে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ৫১ গোলে বিধ্বস্ত করেছে মাদারবাড়ি উদয়ন সংঘকে। এবারের প্রিমিয়ার লিগে যে কয়টি দল শিরোপার লক্ষ্য নিয়ে দল গঠন করেছে তাদের মধ্যে অন্যতম কিষোয়ান স্পোর্টিং ক্লাব। লিগের প্রথম দিনেই তারা তাদের সে শক্তিমত্তা দেখাতে সক্ষম হয়েছে। প্রিমিয়ারের চ্যাম্পিয়নদর একেবারে উড়িয়ে দিয়েছে নবাগত কিষোয়ান। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে কিষোয়ান। আর সে সুবাদে গোল আদায় করে নিতে বেশি সময় লাগেনি দলটির। খেলার ৯ মিনিটেই এগিয়ে যায় কিষোয়ান। বামপ্রান্তে কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেড করেন আবির। বল ঠিকানা খুঁজে নেয় জালে। লিগের প্রথম গোল করলেন কিষোয়ানের এই স্ট্রাইকার। সে গোলের রেশ কাটতে না কাটতেই ১১ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় কিষোয়ান। এবার ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে কিষোয়ান। সাদ্দামের বাড়ানো বল ধরে উদয়নের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান শফিক। ব্যবধান দাঁড়ায় ২০। ৩৭ মিনিটে সেটা ৩০ হয়। এবার ডি বক্সে সৃষ্ট জটলা থেকে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন আবির। ৪১ মিনিটে একটি গোল পরিশোধ করে উদয়ন সংঘ। নিজেদের ডিবক্সে উদয়নের আফরোজ আলিকে ফাউল করেন কিষোয়ানের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর সে পেনাল্টি থেকে আফরোজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩১। প্রথমার্ধের ইনজুরি টাইমে আরো একটি গোল আদায় করে নেয় কিষোয়ান। এবারের গোলটিও পেনাল্টি থেকে। আর সে গোলটি করেন সাজ্জাদ। আর তাতেই ৪১ গোলের অগ্রগামিতা নিয়ে বিরতিতে যায় কিষোয়ান স্পোর্টিং ক্লাব।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরো বাড়ায় কিষোয়ান। এই অর্ধের ১৭ মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে কিষোয়ান। দারুণ এক ক্রস করেন রোমান। বক্সে দাঁড়ানো শফিক দারুণ হেডে বল পাঠিয়ে দেন জালে। ব্যবধান দাঁড়ায় ৫১। এরপর অবশ্য আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। আর তাতেই ৫১ গোলের বিশাল জয় নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল কিষোয়ান স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের আবির ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আখতারুজ্জামান।

এর আগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক লিঃ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মোঃ রেজাউল করিম। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, .কে.এম.এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মো: হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন জাহাঙ্গীর, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোঃ দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য, মোঃ হারুল আল রশীদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোঃ জসিম উদ্দিন, সিজেকেএস ফুটবল কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহবুব, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রবীন কুমার ঘোষ, তানভীর আহমেদ চৌধুরী, মুজিবুর রহমান, সাজিব বিকাশ বডুয়া টুটুল ,সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, লুৎফুল করিম সোহেল, আব্দুল্লাহ আল মামুন, মো: এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, সৈয়দ নূর নবী লিটন, সাইফুল আলম খান, মোঃ জাফর ইকবাল, এম এ মুসা বাবলু সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন বনাম কাস্টমস এস সি (বিকেল সাড়ে তিন টা)