আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াতে আর মাত্র দুদিন বাকি। ২৩ নভেম্বর উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের পতাকাবাহী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। তবে মূল লড়াই শুরুর আগে মাঠের অনুশীলনে নেমে পড়েছে টাইগার্স। আগের দিন আমেরিকা থেকে আবুধাবিতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব।
দলের বাকি সদস্যদের সবাই এরই মধ্যে যোগ দিয়েছেন। দলের হেড কোচ চট্টগ্রামের সন্তান আফতাব আহমেদ, মেন্টরের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদীন ফাহিম, দলের সহকারী কোচ জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার তাতেন্দা তাইবু সহ সব অফিসিয়াল যোগ দিয়েছেন দলের সাথে। আগের দিন অনুশীলন করেছে বাংলা টাইগার্স। গত রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লী বুলসের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামে টাইগার্স দল।
দলের ওনার চট্টগ্রামের সন্তান ইয়াছিন চৌধুরী জানান দলের সব ক্রিকেটার যোগ দিয়েছে ক্যাম্পে। সময় যেহেতু একেবারেই কম সেহেতু প্রস্তুতির কাজটা শুরু করে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট। বরাবরের মত এবারেও শিরোপার জণ্য দল গড়েছে বাংলা টাইগার্স। বাংলা টাইগার্স টি-টেন লিগের এবারের মৌসুমের জন্য আইকন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে নিয়েছে। তাকে অধিনায়কও করা হয়েছে।
প্রথম দিনের অনুশীলনে সাকিবের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে বাংলা টাইগার্স। সেখানে সাকিবকে বেশ আত্মবিশ্বাসী ও হাসিখুশি দেখা যায়। দলের অন্যরাও বেশ আত্নবিশ্বাসী এবারে শিরোপা জয়ের ব্যাপারে। আর সে লক্ষ্যেই এবারের টি-টেন লিগের আসর শুর করতে চায় বাংলা টাইগার্স। বাংলা টাইগার্স দলে খেলোয়াড় হিসেবে এবারের আসরে খেলবে বাংলাদেশের নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, পাকিস্তানে মোহাম্মদ আমির, ভারতের শ্রীশান্ত, শ্রীলঙ্কার মাথিশা, ইংল্যান্ডের জ্যাক বেল, লুইস গ্রেগরি, জয় ক্লার্ক, বেনিওয়েল, জ্যাক লিন্টট, আফগানিস্তানের হযরতুল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের ইভেন লুইস, আমিরাতের চেরাগ সুরি, উমাইর আলী, রোহান মোস্তফা, ইয়াসির কলীম, অস্ট্রেলিয়ার বেন কাটিং, নিউজিল্যান্ডের কলিন মনরু।