মাঠেই ইফতার সেরে নিলেন মুশফিক-মাহমুদউল্লাহরা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

রমজান মাসের দ্বিতীয় দিনেই পড়েছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ। খেলার মাঠে থাকলেও ধর্মীয় বিধিবিধান মানার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি ক্রিকেটারদের। রোজা রেখেই নেমেছেন তারা খেলতে। বাংলাদেশ দল যেহেতু আগে ফিল্ডিং করছিল, তাই ইফতারের সময় হলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠে বসেই নিজেদের ইফতার সেরে নেন মুশফিক রহিমমাহমুদউল্লাহ রিয়াদরা। লংকানরা তখন নিজেদের ৪৮.২ ওভারে ব্যাট করছিলেন। এ সময় শরিফুল ইসলামের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন লঙ্কান ব্যাটার দিলশান মাদুশঙ্কা। আর এর পরপরই দৌড়ে মাঠে ঢুকেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়রা। খেজুর ও শরবত খেয়ে তখন রোজা ভাঙতে দেখা যায় মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজদের। জানা গেছে, পেসাররা ছাড়া এদিন বেশিরভাগ ক্রিকেটারই খেলেছেন রোজা রেখে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্রিকেটারদের খেজুর দিয়েছেন টাইগার টিম স্টাফের সদস্যরাও। ইফতার সারতে ফিল্ডিংয়ে যে যেখানে ছিলেন, দৌড়ে এসে এক জায়গায় মিলিত হন। যদিও এর কিছুক্ষণ পরই শ্রীলংকার প্রথম ইনিংসের ব্যাটিং শেষ হয়ে যায়। ৪৮.৫ ওভারে সফরকারীরা গুটিয়ে যায় ২৫৫ রানে।

পূর্ববর্তী নিবন্ধবাদুরতলায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধরতন ঝড়ে মুক্তিযোদ্ধার চারে চার