ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সাথে জড়িত ৫টি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব গাড়ি জব্দ এবং জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে মাটি এবং বালু তোলার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ৫টি ডাম্প ট্রাক/জিপ জব্দ এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।