মাটিরাঙায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙায় মোটরসাইকেলের ধাক্কায় নৃতরঙ্গ ত্রিপুরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তবলছড়ির মিলন কাবরি পাড়ায় এই ঘটনা ঘটে। তবে এই নিয়ে এখনো থানায় কেউ মামলা করেনি। পুলিশ জানায়, সকালে কাঠ আনতে যাচ্ছিল নৃতরঙ্গ ত্রিপুরা। এ সময় পিছন থেকে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল আলম বলেন, আলী হায়দার নামে এক মোটরসাইকেল চালক ঐ মহিলাকে ধাক্কা দেয়। এই নিয়ে এখনো থানায় কেউ মামলা করতে আসেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।
মোটরসাইকেলের চালক আলী হায়দারের বড় ভাই ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ জানান, আমরা বিষয়টি সমঝোতার চেষ্টা করছি। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আবদুল আজিজ বলেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে বেপোরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যা : সাক্ষ্য দিলেন দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
পরবর্তী নিবন্ধদেশে ছয় দিন পর তিনশর বেশি শনাক্ত