থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে উড়াল দিয়ে মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজে বাতাসের চাপ কমে অক্সিজেনের ঘাটতি তৈরি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মিয়ানমার থেকে ঢাকায় ফিরে এসেছে। গতকাল শুক্রবার দুপুরে ওই ঘটনার পর বিকেলে আরেকটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয় বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন। বিজি–৩৮৮ ফ্লাইটটিতে ১৩৩ যাত্রী ছিলেন। ঢাকা থেকে দুপুরে সেটি ব্যাংককের পথে উড়াল দেয়।
বোসরা ইসলাম বলেন, চলন্ত অবস্থায় কেবিন প্রেসার (বাতাসের চাপ) কমে যাওয়ায় এয়ারক্রাফটি নিচের দিকে নামতে থাকে। পরে প্রায় দুই ঘণ্টা ওড়ার পর মিয়ানমার থেকে উড়োজাহাজটি দুপুর ১টার দিকে ঢাকায় ফেরত আসে। ত্রুটির কবলে পড়া উড়োজাহাজের যাত্রীদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে পাঠানো হয়েছে। বিকাল ৫টা ২৬ মিনিটে ঢাকা থেকে সেই ফ্লাইটটি ছেড়েছে। খবর বিডিনিউজের।
ঘটনার বর্ণনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, প্লেনটি যখন মিয়ানমারের আকাশে, তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই যাত্রীদের মাথার ওপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। সেসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।