মাজারে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে আওলিয়াকেরামের মাজার শরীফে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা আরেফ সারতাজ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক সায়ীফ, কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা মুফতি রেজাউল কাওছার, সাবিনা সাদাত সাফা, মাওলানা খোরশেদুল ইসলাম মোরশেদ, নিজাম উদ্দিন, কামরূল আলম নকীব, মাওলানা নজীবুল কবির রাহগীর, ইরফানুল হক, নাফিস মোবাররত, আজিজ মাবরূর, গিয়াস উদ্দিন, লুৎফর রহমান লিটন, আবদুল বারেক ও রেজাউল করিম। নেতৃবৃন্দ বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ, শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতালার শত্রু উল্লেখ করে তারা বলেন, আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র। আওলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহতাআলার নিদর্শন। আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মাস্থানে হামলাকারিরা ধর্ম ও মানবতার শত্রু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজের স্মরণসভা
পরবর্তী নিবন্ধসরইখালে ব্রিজের পাশ থেকে তোলা হচ্ছে বালু, ধসের শঙ্কা