মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে জেলে-বোট মালিকদের প্রশিক্ষণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সাস্টেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ‘মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক’ সাতটি ব্যাচে ২৫ জন করে ১৭৫ জন জেলে ও বোট মালিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন গত দুইদন প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ পরিচালন করে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ও প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক শ্রীবাস চন্দ্র চন্দ, সহকারী পরিচালক শামীম আহমদ। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী এবং মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র অনুষ্ঠান ‘আজ কেবলি নজরুল’ ২৪ মে
পরবর্তী নিবন্ধমাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার