মাকে ছুরি দেখিয়ে কিশোরীকে টেক্সিতে তুলে অপহরণ

১৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, ‘প্রেমিক’ দাবি করা যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

পছন্দ করতো, কিন্তু কোনোরকম কমিটমেন্ট ছিল না। এরপরও মায়ের সামনে থেকে জোরপূর্বক এক কিশোরীকে (১৬) অপহরণ করেছে প্রেমিক দাবি করা যুবক। গত মঙ্গলবার বিকেলে নগরীর চান্দগাঁওয়ের ইস্পাহানি জেটি রোডের ছাফা মোতালেব ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। দিনেদুপুরে ফিল্মি স্টাইলে সিএনজিতে তুলে কিশোরী অপহরণের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণকারী যুবকের নাম মো. শাকিল। তার বাড়ি মোহরার কালুরঘাট খেজুরতলা এলাকায়। বাবার নাম মো. ইসকান্দর। ভিকটিম কিশোরীরও বাড়িও একই এলাকায়। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর মা চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে শাকিলের পাশাপাশি কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে সীতাকুণ্ডের কুমিরার পাথরপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং আসামি শাকিলকে গ্রেপ্তার করে। তাকে গতকাল বুধবার আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে তার চারদিন রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, শাকিল তার ঘনিষ্ট কয়েকজনকে সাথে নিয়ে এ অপহরণ পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে ছাফা মোতালেব ক্লিনিকের সামনে আগে থেকে একটি সিএনজি টেক্সি রাখা হয়। মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় প্রথমে গতিরোধ করা হয়। পরে মাকে ছুরি দেখিয়ে জোরপূর্বক তাকে সিএনজি টেক্সিতে তুলে সীতাকুণ্ডের কুমিরার পাথরপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শাকিলের এক দূর সম্পর্কের বোনের বাসায় যখন পৌঁছে তখন রাত ১০টা। ওই বাসা থেকে গতকাল বুধবার সকাল ৭টায় কিশোরীকে উদ্ধার করে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় তাদের বহনকারী সিএনজি টেক্সিটি।

ঘটনাস্থলের নিকটে থাকা একটি সিসি ফুটেজে দেখা যায়, মায়ের হাত ধরে কিশোরীটি হাঁটছিল। এ সময় একজন ওই কিশোরীর হাত ধরে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে টেক্সিতে তুলে ফেলে। এ সময় কিশোরীর মা টেক্সিটি ধরে রাখে এবং মেয়েকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। মামেয়ের আর্তনাদ শোনা যাচ্ছিল। একপর্যায়ে শাকিলসহ তিনজন ওই কিশোরীকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ওসি জাহিদুল কবির বলেন, ভিকটিম আমাদের জানিয়েছে তার সঙ্গে রাতে অস্বাভাবিক কিছু ঘটেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছে, মেয়েটিকে সে পছন্দ করে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে কিশোরী জানিয়েছে, তাদের মধ্যে কোনো কমিটমেন্ট ছিল না।

শাকিলের আত্মীয়রা বলছেন, কিশোরীর সাথে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক শাকিলের। মেয়েটি তার মাযের সঙ্গে দেখাও করে।

তবে কিশোরীর পরিবারের দাবি, বখাটে শাকিল স্কুলে যাওয়াআসার পথে মেয়েকে উত্যক্ত করত। তবে সে ভয়ে বিষয়টি পরিবারকে জানায়নি। তার মা বলেন, ঘটনার দিন আমি, মেয়ে, তার চাচি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ শাকিলসহ কয়েকজন ছেলে আমাদের পথ আটকায় ও মেয়েকে নিয়ে টানাহেঁচড়া করতে থাকে। একপর্যায়ে শাকিল আমাদের ছুরি দেখিয়ে জোরপূর্বক মেয়েকে সিএনজিতে তুলে নিয়ে যায়। তিনি শাকিলসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মো. শাকিলের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর মা।

পূর্ববর্তী নিবন্ধরেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু আজ
পরবর্তী নিবন্ধনির্বাচনী ট্রেন থেমে থাকবে না, বিএনপিকে কাদের