হজরতুল্লামা শাহসুফি সৈয়দ আমজাদ আলী পাউসারীর (রহ.) ১১৬ তম ফাতিহা শরীফ মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার উত্তর পাউসার গ্রামে পালিত হয়। তিনি ছিলেন, ঢাকার হজরত সৈয়দ শাহ্ আলী বোগদাদীর (রহ.) অধঃস্তন পুরুষ এবং হজরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসির (রহ.) বিশিষ্ট খলিফা। তিনি তৎকালীন কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি, ইসলাম ধর্মতত্ত্ব ও তাসাউফ তত্ত্বের উপর ফার্সি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। তন্মেধ্যে– (১) কাশফুল আসরার, (২) জুলফিকারে হায়দারি, (৩) বোরহানুল আরেফিন। অনুষ্ঠানের সদারত করেন, পীর মাওলানা সৈয়দ আ.হ. ম মাহবুব উল্লাহ আল–ক্বদমি (মা.জি.আ.)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাও. লুৎফর রহমান ক্বদমি, মাও. আবদুল কাদের ক্বদমি, মাও. বেলাল আহমেদ ক্বদমি, মাও. নূর আহমেদ ক্বদমি, মাও. ফয়েজ আহমেদ ক্বদমি। উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব মুফতী মুহাম্মাদ মাসউদ রিজভী, ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মুস্তফা ভুঁইয়া, প্রফেসর ইব্রাহীম, শিক্ষক রুবেল, গবেষক ও সংগঠক মুহাম্মদ কায়ছার উদ্দীন আল–মালেকী, সংগঠক মাকছুদুল আলম, গবেষক– রাসেল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।