চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া নিবাসী মো. নাছির উদ্দিন কালুর বড় ছেলে মাওলানা শিহাব উদ্দিন (৫২) গতকাল বুধবার বিকেল ৫টায় কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেতুয়াবাজার নয়াপাড়া জামে মসজিদে পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ১ শিশু কন্যা, ১ শিশু পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল রাত ১১টায় পশ্চিম সিকদার পাড়া বায়তুর রহমত জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।