সন্দ্বীপের বিশিষ্ট আলেম মাওলানা রফিক উল্লাহ গত ১৯ জানুয়ারি দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি সন্দ্বীপ মগধরার ইউনিয়ন নেজাফত আলী মুনসির বড় সন্তান এবং চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লকের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০৩ বছর। মৃত্যুকালে মাওলানা রফিক উল্লাহ ১ স্ত্রী, ৯ ছেলে, ৪ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তিনি এশিয়ার প্রখ্যাত শায়েখুল হাদীস আল্লামা আব্দুল ওয়াদুদুল হকের জামাতা এবং নগরীর হালিশহর এ ব্লকের ব্যবসায়ী মাওলানা রশীদ আহমদ ও মুফতি হাবিবুল্লাহ পিতা। মরহুমের জানাজার নামাজ গতকাল হালিশহর এ ব্লক মসজিদ সংলগ্ন মাঠে রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।