মাওলানা ভাসানী পুঁজিবাদী রাজনীতির বিরুদ্ধে ছিলেন

স্মরণসভায় ড. ইফতেখার উদ্দীন চৌধুরী

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন, পুঁজিবাদী ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি আরো বলেন, হুজুর ভাসানী ছিলেন খাঁটি দেশপ্রেমিক বাঙালি, সত্যের দিশারী, আলোকবর্তিকা মানুষ। রাজনীতির দুঃসময়ে তাঁকে দুর্নীতি, অপকর্ম ও অপসংস্কৃতি ছুঁতে পারেনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি গ্রামীণ পথ থেকে শহর পর্যন্ত ছুঁটে বেড়িয়েছেন। ধর্ম ও ধার্মিকতায় অপ্রতিরোধ্য মানুষ ছিলেন মাওলানা ভাসানী।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী বলেন, আবদুল হামিদ খান ভাসানীর দর্শন চর্চা অব্যাহত থাকলে এ সমাজে জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম হতো না। মাওলানা ভাসানীর সম্পর্কে নতুন প্রজন্ম কিছুই জানে না। সরকারের প্রতি আহ্বান থাকবে মাওলানা ভাসানীর আদর্শ চিন্তা চেতনা বাস্তবায়নের জন্য সরকারিভাবে একটি বিশেষ সেল গঠন করা খুব জরুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী সাহাবউদ্দীন, মিটুল দাশগুপ্ত, স্বপন সেন, ছাবের আহমদ চৌধুরী, আলী নেওয়াজ, হাফেজ মাওলানা ইকরাম হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, রাশেদুল হক খোকন, সাংবাদিক হারুন রশিদ, মুক্তিযোদ্ধা দুলাল কান্তি বড়ুয়া, মুক্তিযোদ্ধা এম এ সালাম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পারভিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৬৪০০ ইয়াবাসহ আটক ৪
পরবর্তী নিবন্ধশিকলবাহা খালে নিখোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধার