হাটহাজারীতে তান্ডবের ঘটনায় দায়ের করা দুটি মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর (৪৬) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হাটহাজারী থানা পুলিশ উক্ত দুই মামলায় ইসলামাবাদীর ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমাউন কবির আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল হক ইসলামাবাদী বর্তমানে ঢাকা কারাগারে রয়েছেন। যে কোনো সময় তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
প্রসিকিউশন সূত্র জানায়, হাটহাজারী তান্ডবের ঘটনায় মঙ্গলবার ইসলামাবাদী ছাড়াও আফতাব উদ্দিন পিয়ারু (২৬) নামের আরো জনেরও তিনটি মামলায় তিন দিন করে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে গত ২৭ মে গ্রেফতার করা হয়।