উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার সীমিত পরিসরে খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এদিন স্মরণসভা ও সীমিত পরিসরে ক্লাসের মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু করবে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, আমরা রোববার থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন স্মরণসভা সভার আয়োজন থাকছে। ক্লাস হবে সীমিত পরিসরে। খবর বিডিনিউজের।
তিনি বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও শুরুতে শিক্ষা কার্যক্রম চালু হবে সীমিত পরিসরে, একটি বা দুটি ক্লাস হতে পারে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে দিকে আমরা লক্ষ রাখছি। শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে আছেন, কাউন্সেলিং কার্যক্রম চালু আছে, এমনকি বিমানবাহিনীর পক্ষ থেকেও একটি চিকিৎসা ক্যাম্প আমাদের ক্যাম্পাসে চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
গত ২১ জুলাই দুপুরে প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সে দিন শিক্ষার্থীসহ অন্তত ২০ জন নিহত হয়, তাদের বেশিরভাগই শিশু। পরে মৃত্যু বেড়ে ৩৪ জনে দাঁড়ায়। গত কয়েকদিনে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯ শিক্ষার্থী। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন। এই দুর্ঘটনার পরের দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।