প্রগতিশীল নাগরিক সমাজ : প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ শুক্কুর, অমল শীল, খুরশিদা বেগম বকুল, দিপ্তী দে, রাজু শীল, পিংকি দে, খাদিজা বেগম প্রমুখ। সভা শেষে নিহত শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীদের রূহের মাগফিরাত মাগফিরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল হাকিম।
যুব ঐক্য পরিষদ : উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে গতকাল রোববার যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে মোমবাতি প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা উত্তর জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আত্মার সদগতি কামনায় নিরবতা পালন ও প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুবেল পাল, রিমন কান্তি মুহুরী, অ্যাডভোকেট জনি কান্তি দে, অধ্যাপক শিপুল কুমার দে, প্রকৌশলী স্বপন কুমার নাথ, অধ্যাপক রূপন দাশ, অ্যাডভোকেট লিটন কুমার চৌধুরী, চন্দন মজুমদার, রবি মজুমদার, নরোত্তম বণিক, স্বপন কুমার বিশ্বাস, প্রবীর চক্রবর্ত্তী, খোকন কান্তি বিশ্বাস, সুজন দাশ, কেশব চন্দ্র নাথ, সুমন ঘোষ, উত্তম আচার্য্য, সমীর কান্তি দে, বিপ্লব বর্ধন, সঞ্চয় দে , অজিত কুমার দে, রুবেল দাশ, রূপন মহাজন, কেশব চন্দ্র নাথ, রাফি দেওয়ানজী, জিসান, রঞ্জন, দিলীপ প্রমুখ।
সোশ্যাল মুভমেন্ট : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামপ্রতিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে সোশ্যাল মুভমেন্টের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মরণসভা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারে অনুষ্ঠিত মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশ উইং লিডার রুমানা রিফাত রিমকি। প্রধান অতিথি ছিলেন লায়ন তাহের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নাছিমা শওকত, রুমা দাশ, হালিমা চৌধুরী। বক্তব্য রাখেন রুবেল দাশ, ইঞ্জিনিয়ার রোহান খান, শফিউল রিদন, শহীদুর রহমান সুরাইম। এ সময় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
কোতোয়ালী থানা বিএনপি : মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মেহেরুন চৌধুরীসহ ও নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে গত ২৫ জুলাই লালদীঘি শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন হেলাল চৌধুরী, আবু ছালেহ, অধ্যাপক মো. খালেদ, আলমগীর চৌধুরী, অ্যাড. মো. তারেক, হাসান আলী, মনছুর আলম, সাখাওয়াত হোসেন পিয়েল, মো. আজিম, শমসের আলী, আরশে আরিফ, মো. আকিব, গোলাম রাব্বানী, মো. জসিম, মো. সেলিম, মো. শাহাদাত হোসেন, মো. সোহেল, মো. ফোরকান, আবুল কালাম, মো. আনিস, শাহ আলম, মো. জামাল, মো. জালাল, মো. শুক্কুর, মো. নুর বশর, মো. বাবুল, বাবুল বড়ুয়া, ইরফান ইকবাল, আবু তৈয়ব রেফায়, লিকায়ত আলী, মো. সুমন, মো. আমান, মো. রিটু, মো. সবুর, মো. ইকবাল জুয়েল, আনোয়ার হোসেন মানিক প্রমুখ।