মাইটভাঙ্গায় বিএনপির সভা ও লিফলেট বিতরণ

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড ও মগধরা ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম০৩ সন্দ্বীপ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান এবং মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনকে বেগবান করতে তৃণমূলে এ কর্মসূচি জোরদার করা হচ্ছে। জনগণের মাঝে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিএনপির সভা
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে দেশ গড়ার নতুন সূচনা