মাইজভাণ্ডার দরবারে খতমে বোখারি মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী শাহ্‌সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর (ক.) ৮৪তম খোশরোজ উদযাপনে মাইজভাণ্ডার দরবারে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে গত সোমবার খতমে কুরআন ও খতমে বুখারি শরিফের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী বলেছেন, কুরআন মজিদের পর বিশুদ্ধ নির্ভরযোগ্য দালিলিক হাদিস শরীফ গ্রন্থই হলো ৩০ পারা সম্বলিত বুখারি শরীফ। বিদগ্ধ হাদিসবেত্তা ইমাম বুখারীর (রহ.) গভীর নিষ্ঠা, পরিশ্রম এবং দ্বীনের জন্য মেহনতের উজ্জ্বলতর সাক্ষী বুখারি শরিফ। বিশুদ্ধ নির্ভরযোগ্য এ হাদিস শরিফ সংকলন হযরত ইমাম বুখারির (রহ.) অসামান্য কীর্তির স্বাক্ষর। যা পাঠে মুমিন মুসলমানরা হেদায়তের দীক্ষা পায় এবং এর পাঠকারীর অশেষ সওয়াব মেলে।
মাহফিলে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ, আল্লামা মুফতি হারুনুর রশীদ, আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজী, আল্লামা এসএম ফরিদ উদ্দিন, আল্লামা সৈয়দ খোরশিদ আলম, আল্লামা মোসলেহ উদ্দিন আল মাদানি, আল্লামা ইব্রাহিম কাশেম, আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজ রাজনীতি এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী মৈত্রী অনুসন্ধান
পরবর্তী নিবন্ধদানব