মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার গ ও ঘ জোনের আওতাধীন সকল শাখা কমিটির অংশগ্রহণে “সাংগঠনিক সংলাপ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয় সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে। ফটিকছড়ি দরবার কনভেনশন হল রুমে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। সাংগঠনিক সংলাপ অনুষ্ঠানে আখতারুজ্জামান চৌধুরী বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার কবির আহমদ। বক্তব্য রাখেন সৈয়দ ফরিদ আহমদ। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী, আবুল হাসেম, মোর্শেদুল আমিন, কাজী হারেছ, দিদারুল আলম, মাহাবুল আলম, জয়নাল আবেদীন, এস এম মুহিবুল্লাহ্, আশরাফুজ্জামান, আজগর আলী, আশরাফ সিদ্দিকী, নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ফটিকছড়ি উপজেলার সকল শাখা কমিটির নেতৃবৃন্দ এই সাংগঠনিক সংলাপে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সমন্বয়কারী মাষ্টার নাছির উদ্দীন, মাষ্টার আজিম উদ্দিন, নুরুল হুদা, আনিস উদ্দীন সোহেল, আলী নেওয়াজ, মাহবুবুল আলম সওদাগর, মোহাম্মাদ শহীদুল্লাহ্, আহমদ হোসেন, মাষ্টার দিদারুল আলম, আলমগীর আলম, মাষ্টার খোরশেদুল আলম, আলা উদ্দিন প্রমুখ। সবশেষে মাদ্রাসা এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর (ক.) উপাধ্যক্ষ মওলানা মহিউদ্দিন আল কাদেরীর মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।