মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পশ্চিম মোহরা শাখার খাদ্যসামগ্রী বিতরণ

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (🙂 ৯৬তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশপশ্চিম মোহরা শাখার উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) পশ্চিম মোহরা কবির আহমদ সওদাগরের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মসজিদে কার্পেট প্রদান, এলাকার কবরস্থান ও মসজিদ পরিষ্কার, খতমে কোরআন, মিলাদকিয়াম, নাতে মোস্তফা, মাইজভাণ্ডারী কালাম, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, মোনাজাত ও তবারুক বিতরণ।

মোহরা শাখার সাধারণ সম্পাদক মনসুর সুজনের সঞ্চালনায় ও আবু সাঈদ রুমনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জোন ‘ক’ এর সমন্বয়ক মাকসুদুল আলম। আরও উপস্থিত ছিলেন জাফর আহমদ, মো. মানিক, মো. খোকন, জানে আলম সও., আজিজুল হাসান, নুরুদ্দিন জুয়েল, মাওলানা ইকবাল, মো. এরশাদ, মো. তৈয়ব, মো. দেলোয়ার, জাবেদুল আলম, তারেখ, সোহেল, নাঈম, হান্নান, ওয়াহিদ, রিদোয়ান, জোবায়েরসহ পশ্চিম মোহরা শাখার অন্যান্য সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজালিয়া সমিতি চট্টগ্রাম মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসামাজিক কাজের মাধ্যমে জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে